সিরিয়ায় ও ইরাকে মার্কিন হামলায় ১৩ হাজার সাধারণ মানুষ নিহত: এয়ারওয়ার্স
ইসলামী জার্নাল : ব্রিটেনভিত্তিক এয়ারওয়ার্স নামে একটি বেসরকারি সংস্থা মার্কিন সামরিক বাহিনীর এই হত্যাযজ্ঞের তথ্য তুলে ধরেছে।
সিরিয়ায় ও ইরাকল গত ছয় বছরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত ১৩ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে তারা জানান।
এতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে, মার্কিন বাহিনী বেসামরিক নাগরিক হত্যার ব্যাপারে সব রকমের উদাহরণ সৃষ্টি করেছে।
২০১৪ সাল থেকে আমেরিকা বহুজাতিক বাহিনী গঠনের নামে ইরাক এবং সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে।
আমেরিকা অনেকটা গায়ের জোরে বিমান হামলা চালিয়ে আসছে এবং সন্ত্রাসীদের পরিবর্তে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
তবে আমেরিকা দাবি করছে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে এই সামরিক অভিযান চালাচ্ছে।